উড়ে যায় খেয়ালী বাতাস
- ‌লোকমান হা‌কিম ০৪-০৫-২০২৪

তবু তার খেয়ালী বাতাস উড়ে যায় নক্ষত্রের-
উজ্জলতার উৎস মূলে।
চাল- চুল নেই,বিত্ত- বৈভব নেই,অতি সাধারণ-
মানুষ সে যে,
তবু তার বাসনার তীর্থ ভূমি করে যায় চাষবাস
এমন কৃষক সে, ব্রহ্মপুত্রের জলে ডুবে গেছে
ফসলের ক্ষেত,
তবু সে করে যায় নতুন চারা রোপন।
তোমাদের মুখের হাসি যেমন স্বাধীন বাংলাদেশ
উজ্জল হয়ে থাকে পৃথিবীর মানচিত্রে,
আমি তার দেখতে চেয়েছি শোভা।
অপরাধ নিওনা বকুল,পাজরের হাড়
যখন দিয়েছি খুলে তখন মেনে নাও -
এ দৈন্যদশা। এক দিন সুদিন, সে দিন হয়ত
উড়ে উড়ে পৌঁছে যাবে নক্ষত্রের উজ্জলতার
উৎস মূলে খেয়ালী বাতাস।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।